× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বোর্ড ফি মওকুফ হলেও টাকা ফেরত না পাওয়ার অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৮ এএম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার একটি কলেজের  সারাদেশের ন্যায় ২০১৮-১৯ ইং শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের বোর্ড কর্তৃক নির্ধারিত ফি মওকুফ করা হলেও ফরম পূরণের জন্য জমা দেওয়া টাকা ছাত্রছাত্রীদের ফেরত না দেওয়া অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার(১সেপ্টেম্বর) এমন অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে শিক্ষার্থীরা।

উপজেলার শামছুদ্দিন-কমর উদ্দিন কলেজের নিয়মিত ছাত্র-ছাত্রী অর্পিতা ,অর্ণব, মোস্তাফিজার, মিনহাজুল,পরিমূল, হরিদাস, নূর হোসেন, জান্নাতুল সাক্ষরিত অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি বিধি মোতাবেক উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফরম সম্পূর্ণ করা হয়। পরবর্তীতে কোভিট-১৯ এর কারণে সরকার বোর্ডের নির্ধারিত ফি মওকুফ করে দেন। কিন্তু অন্যান্য কলেজের ছাত্র-ছাত্রী জমা দেওয়া ফরম ফি ফেরত পেলেও শামছুদ্দিন-কমর উদ্দিন কলেজের ছাত্র-ছাত্রীরা কোন টাকা ফেরত পাই নি। অধ্যক্ষের নিকট বারবার টাকা ফেরত চেয়েও কোনো প্রতিকার মিলে নি।নানা তালবাহানা করে তিনি টাকা দিতে বিলম্ব করছেন।

এ বিষয়ে শামছুদ্দিন-কমর উদ্দিন কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান বলেন,বিষয়টি ফোনে জানিয়েছিলো।তবে লিখিত অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.