× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবিতে ব্যাটারী চোর চক্রের ৩ সদস্য আটক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:০০ এএম

জয়পুরহাটের পাঁচবিবি বিটিসিএল (টিএন্ডটি) অফিসের ইঞ্জিন রুমের গ্রীল কেটে ১২টি ব্যাটারী চুরি করে পালানোর সময় ৩ চোরকে আটক করে পাঁচবিবি থানা পুলিশ। সরকারি সম্পদ চুরির অপরাধে টিএন্ডটি অফিসের জুনিয়র লাইনম্যান জালাল হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করলে পুলিশ তাদের আটক করেন। 

আটককৃতরা হলেন, জয়পুরহাট সদরের পলিবাড়ি খঞ্জনপুর এলাকার মৃত কিনামুদ্দিনের ছেলে রুবেল হোসেন (২২), হাতিলগাড়ির মৃত মোজ্জাফর হোসেনের ছেলে মামুন হোসেন (৩৯) এবং কেশবপুর এলাকার মৃত লালু মিয়ার ছেলে শিপন হোসেন (৪৫)।
 

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, গতকাল শনিবার গভীর রাতে টিএন্ডটি অফিসের প্রাচির টপকিয়ে ভিতরে প্রবেশ করে ইঞ্জিন রুমের গ্রীল কেটে ব্যাটারীগুলো চুরি করে।  ব্যাটারী ভ্যানে তোলার সময় অসাবধনতায় বিকট শব্দ হয়। এসময় অফিসেই থাকা নাইটগার্ড চিৎকার করলে থানা পুলিশের টহল দলের সদস্যরা সেখানে গিয়ে তাদের হাতেনাতে আটক করে। পরে ১৮৬০ সালের পেনাল কোড, ৪৫৭ ও ৩৮০ ধারায়  চুরির অপরাধ মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.