× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে মানব পাচার বি‌রোধী টাস্ক‌ফোর্স ক‌মি‌টির সভা

রংপুর ব্যুরো

০৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৬ এএম

মানব পাচার বি‌রোধী টাস্ক‌ফোর্স ক‌মি‌টি রংপু‌রের প্রথম সভা শনিবার আর‌ডিআরএস ভব‌নে অনু‌ষ্ঠিত হয়। সভায় রংপু‌রের মানব পাচার অপরাধ দমন ট্রাইব‌্যুনালের মামলা প‌রিসংখ‌্যান নি‌য়ে পর্যা‌লোচনা করা হয়। পাশাপা‌শি রংপু‌র জেলায় মানব পাচা‌রের মামলা চি‌হ্নিত করার ব‌্যাপা‌রে বি‌ভিন্ন পদ‌ক্ষেপ নি‌য়ে আ‌লোচনা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের জানুয়া‌রি মা‌সে রংপু‌র অঞ্চ‌লের মানব পাচা‌রের শিকার ব‌্যক্তি‌দের ন‌্যায় বিচার নি‌শ্চি‌তে বি‌ভিন্ন মামলার পর্যা‌লোচনার জন‌্য সং‌শ্লিষ্ট সকল‌কে নি‌য়ে এক‌টি Case monitoring conference করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সমন্বয়‌কের দা‌য়িত্ব পালন ক‌রেন অ্যাডভোকেট এ.এ.এম মুনীর চৌধুরী। সভায় উইনরক ইন্টারন‌্যাশনা‌লের প্রতি‌নি‌ধি এড. মোজা‌হিদুল ইসলাম উপ‌স্থিত ছি‌লেন। 

উ‌ল্লেখ‌্য, ইউএসএইড এর আ‌র্থিক সহ‌যোগিতায় Winrock International এর কা‌রিগরী সহ‌যো‌গিতায় BSEHR (মানবা‌ধিকার), আর‌ডিআরএস FSTIP না‌মে এক‌টি প্রকল্প রংপুর বিভা‌গে বাস্তবায়ন কর‌ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.