বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত প্রবীণ রাজনৈতিক স্বাধীনতা পদকপ্রাপ্ত এম. আব্দুর রহিমকে শ্রদ্ধাভরে স্মরন করেছে সর্বস্তরের মানুষ ।রবিবার ছিল প্রয়াত এই জননেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ।
দিনটি উপলক্ষে সকালে জেলা প্রশাসন চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে সদর উপজেলার জালালপুরে প্রয়াত রাজনীতিক এম আব্দুর রহিমের সমাধীস্থলে শ্রদ্ধানিবেদনের মধ্য দিয়ে
দিনব্যাপী নানা কর্মসুচির সুচনা হয় ।
উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম,ছোট ছেলে জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ইকবালুর রহিম,প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ।