× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাণীশংকৈলে নেকমরদ হাটে জরিমানার পরও অতিরিক্ত টোল আদায়

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৯ এএম

 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলার সর্ববৃহৎ নেকমরদ পশুর হাটে দীর্ঘদিন ধরে দাপটের সাথে অতিরিক্ত টোল আদায় করে আসছেন হাট ইজারাদার জেলা পরিষদ সাবেক সদস্য সম্ভব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের। গতকাল রবিবার ৪ সেপ্টেম্বর অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে দায়সারা ভাবে ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা। 

জানা যায়, সরকারী নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে গরু প্রতি ২৩০ এর পরিবর্তে ৪০০ এবং ছাগল প্রতি ৯০ এর পরিবর্তে ১৫০ টাকা অতিরিক্ত টোল আদায় করে আসছিলেন। এ অভিযোগে ভ্রাম্যমাণ আদালত প্রভাবশালী হাট ইজারাদার কে জরিমানা করে। 

এপ্রসঙ্গে ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, প্রতিহাটে অতিরিক্ত টোল আমরা দিয়ে আসছি। কিন্তু প্রশাসন দেখেও যেন না দেখার ভান করছে। আর মাঝে মধ্যে হাটে এসিল্যান্ড এসে নামে মাত্র জরিমানা করছে। তিনি চলে যাওয়ার পরেও অতিরিক্ত টোল আদায় অব্যাহত থাকে। 

এব্যপারে হাট ইজারাদার আব্দুল কাদেরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা বলেন, হাটে অতিরিক্ত হাসিল আদায় করার অভিযোগে হাট ইজারাদারকে জরিমানা করা হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.