বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের ঘটকেরচর গ্রামে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। রোববার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে মুদি ব্যবসায়ী নুর মোহাম্মদ ঢালীর ঘরে এ ঘটনা ঘটে।
সরেজমিনে ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানাযায়, তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। রাত ৩ টার দিকে নুর মোহাম্মদ ঢালীর স্ত্রীর কানে থাকা স্বর্নের দুল টান দিয়ে নেওয়ার সময় আলাপ পায় তিনি। ডাকা চিৎকার দিলে চোর চক্র পালিয়ে যায়। যাওয়ার সময় ১ টি নকিয়া বাটন ফোনসেট, একটি ওপপো স্মার্ট ফোন ও দুইটি স্বর্নের কানের দুল নিয়ে যায়।
নুর মোহাম্মদ ঢালী বলেন, চুরির ধরণ দেখে মনে হয়েছে চোরচক্র পরিচিত। আমার সকালে ডাক্তার দেখানোর জন্য ঢাকা যাওয়ার কথা ছিলো। চোরচক্র মনে করেছিলো ঘরে নগদ টাকা রাখা আছে। ওই টাকা নিতেই এই চুরি সংগঠিত হয়েছ বলে আমি মনে করি। তবে তাঁরা টাকা নিতে পারে নি। এঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।