× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাঘাইছড়িতে নবম শ্রেণির শিক্ষার্থী ধর্ষনে অভিযুক্ত আটক

রাঙামাটি প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৯ এএম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মধ্যম পাড়ায়  নবম শ্রেণির এক ছাত্রী ধর্ষণে অভিযুক্ত সবুজ(২৬) নামের এক যুবককে আটক করেছে বাঘাইছড়ি থানার পুলিশ।
 
রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাচালং বাজারে  অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাঘাইছড়ি থানার উপপরিদর্শক এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা  অনুপম জানান, ধর্ষনের শিকার ছাত্রীর মা বাঘাইছড়ি থানায় মামলা দায়ের পর অভিযান চালিয়ে মামলায় একমাত্র অভিযুক্ত সুবজ(২৬) কে আটক করে পুলিশ। 

আটক সবুজ উপজেলার চৌমুহনী বাজারে কাচালং গ্লাস হাউজের মালিক।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন জানান, আটক অভিযুক্ত যুবক ও ধর্ষণের শিকার ছাত্রী বর্তমানে থানা হেফাজতে আছে। আগামীকাল সোমবার ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য রাঙামাটি সদর হাসপাতালে নেয়া হবে এবং আটক যুবককে রাঙামাটি আদালতে তোলা হবে বলে জানান ওসি।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.