× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আটোয়ারীতে গোরস্থান থেকে ৭ কঙ্কাল চুরি, আতঙ্কে স্থানীয়রা

পঞ্চগড় প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:২০ এএম

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এক গোরস্থানের কবর থেকে ৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। তবে ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে একটি আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় (বোদা পৌরসভার আন্ডারে থাকা এলাকা) সাতখামার ঝলঝলি গোরস্থান থেকে কঙ্কালগুলো চুরি যাওয়ার ঘটনাটি ঘটে। স্থানীয়রা কবর খোরা অবস্থায় দেখে থানা পুলিশকে খবর দিয়েছে। তবে চুরির বিষয়টি মুহূর্তে ছড়িয়ে পড়লে আত্বীয় স্বজন ও এলাকাবাসী গোরস্থানে ভিড় করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় সামসুল হক বিভিন্ন কবরের পাশে কুকুর চলাফেরা করতে দেখে এগিয়ে যান। এসময় কয়েকটি কবরের মাটি ও বাশঁ অন্যত্র দেখতে পান। মুহুতের মধ্যে ঐ খবরটি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উৎসুক জনতা ভীর জমায়। এসময় চুরি হয়ে যাওয়া আত্মীয় স্বজনেরা তাদের মৃত স্বজনদের কবর দেখতে থাকে। এসময় ১০টি কবর খোঁড়া অবস্থায় পান স্থানীয়রা। থানা পুলিশকে খবর দিয়ে পরে ফাঁকা থাকা কবর গুলোতে মৃতের স্বজনেরা মাটি চাপা দেন। 

স্থানীয়রা কবরস্থান গুলো সুরক্ষার জন্য রাষ্টিয় ও স্থানীয় ভাবে পাহারার দরকার বলে দাবী করে এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের জোড় দাবি জানান।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১০টি কবর খোরা পেয়েছি। এর মধ্যে ৭টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। একইসাথে কবর গুলোর পাশে কিছু ব্যবহৃত কাপড় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে চোরের কাপড়। বিষয়টি তদন্তের পাশাপাশি এখন গোরস্থানে বার্তি সতর্কতার জন্য গোরস্থান কমিটির সাথে কথা বলা হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.