× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তিস্তার শাখা নদী থেকে অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৯ এএম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তিস্তার শাখা নদী থেকে ব্যাটারি চালিত অটো চালক সুলতান মিয়া (৩৮)এর গলাকাটা লাশ উদ্ধার করেছেন পুলিশ।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর)দুপুরে কালীগঞ্জ উপজেলার কাকিনায় ইউনিয়নের ইশোরকোল এলাকার তিস্তা শাখা নদী থেকে অটোচালকের লাশটি উদ্ধার করা হয়।

নিহত সুলতান মিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাগনি ইউনিয়নের দর্জি পাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে,মঙ্গলবার দুপুরে উপজেলার কাকিনা ইশোরকোল এলাকায় তিস্তা শাখা নদীতে একজনের গলাকাটা লাশ দেখ পেয়ে স্থানীয়রা কালিগঞ্জ থানা পুলিশকে খবর দেন। এরপর লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম ও কালিগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ গোলাম রসূল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

নিহত অটোচালকের বাবা আব্দুল গফুর জানান,গত সোমবার সন্ধ্যায় সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়ি ফেরে না। তার মোবাইল নম্বরটি বন্ধ থাকায় পরিবারের সন্দেহ সৃষ্টি হয়। এরপর পরিবার মিলে সবাই খুঁজতে থাকেন। পরের সংবাদ পেয়ে কাকিনা ইশোরকোল গ্রামে চলে আসি।

এ বিষয়ে কালিগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ গোলাম রসুল বলেন,ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। অটোচালকের হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম (এসপি) ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, প্রথমে অটোচালক সুলতান মিয়ার পরিচয় সনাক্ত করা সম্ভব হচ্ছিলো না। পরে উদ্ধারকৃত মোবাইল ফোন থেকে পরিচয় শনাক্ত করা হয়েছে। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.