× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালীগঞ্জে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ৪ চাল ব্যবসায়ীকে অর্থদন্ড

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪১ এএম

গাজীপুরের কালীগঞ্জে চার চাল ব্যবসায়িকে অর্থদন্ড করেছে ভ্রামাম্যন আদালত। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাফছা নাদিয়া পরিচালিত ভ্রাম্যমান আদালত এ অর্থদন্ড করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাফছা নাদিয়া জানান, দুপুরে কালীগঞ্জ বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় বাজারের ৪ চাল ব্যবসায়িকে ৪টি মামলায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় অর্থদন্ড করা হয়। এদের মধ্যে মেসার্স জামান ষ্টোরকে ৫ হাজার, বিসমিল্লাহ ষ্টোরকে ২ হাজার, মেসার্স রতন ষ্টোরকে ২ হাজার ও চাঁন মোহন ষ্টোরকে ৫ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট।  

এ সময় গাজীপুর পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক সিমু আক্তার, কালীগঞ্জ থানার উপ-পরির্দশক (এসআই) মো. রফিকুল ইসলাম, বেঞ্জ সহকারী মাহবুবুল ইসলাম,  পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিল।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.