হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বজ্রপাতে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার বেলা ১১টায় নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা হাওরে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে সাদিকুর রহমান (২৭) নামে এক কৃষক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাদিকুর রহমান কালিয়ারভাঙা গ্রামের জামিরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার বাল্লা-জগন্নাথপুর গ্রামে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই ওমর বিশ্বাস (২২) নামে আরেক কৃষকের মৃত্যু হয়। সে ওই গ্রামের রবীন্দ্র বিশ্বাসের ছেলে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তাজউদ্দিন জানান, প্রশাসনের পক্ষ বজ্রপাতে নিহত দুই কৃষকের পরিবারকে সহযোগিতা করা হবে।