× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরিষাবাড়ীতে বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ আহত ১০

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৩ এএম

জামালপুরের সরিষাবাড়ীতে ভারী বর্ষনের সময় বসতবাড়ির চালের পানি সীমানা অতিক্রম করে, অন্যের সীমানায় পড়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষ সহ অন্তত ১০ জন আহত হয়েছে। 

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকালে পৌরসভার বাউসী ইজারাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সন্ধ্যার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতরা হলেন- শিখা বেগম (৩০), নাজনীন আক্তার (১৭), সফর আলী (৪৯), সাজেদা বেগম (৩৬), হিরা মিয়া (৩৫), মুক্তা মিয়া (৪০), আনোয়ারা বেগম (৬০) সুরুজ মিয়া (৪০) কাশেম, আজিজ (৫৫)। বাকীদের প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, পৌরসভার ইজারাপারা গ্রামের আবুল হোসেনের ছেলে বাবলু মিয়ার সাথে প্রতিবেশী খোকা মুন্সির ছেলে হীরা, মুক্তা সাথে বসত বাড়ীর সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। সোমবার বিকালে ভারী বর্ষনের সময় হীরা, মুক্তার বিল্ডিংয়ের পানি বাবলুর সীমানায় পড়ে গর্তের সৃষ্টি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ১০ আহত হয়। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর সাংবাদিকদের জানান, বৃষ্টির পানি সীমানায় পড়াকে কেন্দ্র করে প্রতিবেশী দু'পক্ষের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় উভয় পক্ষই সোমবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.