× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৯ ঘন্টা পর রাঙ্গামাটি শহরে হরতাল স্থগিত

রাঙামাটি প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪২ এএম

রাঙ্গামাটি শহরে ৯ ঘন্টা পর ৩২ঘন্টার হরতাল মঙ্গলবার বিকেল ৩টা থেকে প্রত্যাহার করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের হরতালের প্রেক্ষিতে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষাপত্তি কমিশনের নির্ধারিত বৈঠক স্থগিত ঘোষণা করার পরই রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ বৈঠক করে রাঙ্গামাটি শহরে হরতাল স্থগিত রাখার কথা ঘোষনা করেন।  এর আগে পার্বত্য ভূমি কমিশন সচিব  যুগ্ম জেলা জজ মোহাম্মদ নেজাম উদ্দিন  স্বাক্ষরিত পত্রে বুধবারের কমিশনের   বৈঠক স্থগিত ঘোষণা করা হয়। 

পার্বত্য ভূমি কমিশনের বৈঠকটি স্থগিত ঘোষণা করার আগে রাঙ্গামাটি শহরে মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯ ঘন্টা হরতাল পালন করা হয় । পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ পিকেটিং ও পথসভা করে  রাজপথে অবস্থান নেয় । হরতাল চলাকালে শহরে দোকান পাট ও যানবাহন চলাচল বন্ধ থাকে ।

বিকেল ৩ টায় শহরের বনরূপা চত্বরে পথসভা করে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান, কেন্দীয় মহা সচিব আলমগীর কবির, কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, এসএম মাসুম রানা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.