× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আক্কেলপুরে তিন লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৯ এএম

জয়পুরহাটের আক্কেলপুরে র‌্যাব- ক্যাম্পের অভিযানে  লাখ টাকার বাংলাদেশী জাল নোট সহ  জন গ্রেপ্তার হয়েছে।

জয়পুরহাট র‌্যাব-, সিপিসি-, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাড়ে জয়পুরহাটের আক্কেলপুর ঠেঙামারা এলাকাই জাল নোট নিয়ে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী উপ-অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে একটি চৌকস অপারেশনাল দল  আক্কেলপুর থানার ঠেঙামাড়া এলাকা হতে বিকাল তিনটার সময় তাদের কাছে থেকে বাংলাদেশী জাল নোট ৩লাখ টাকা,নগদ ৪হাজার ৮শ'টাকা, মোবাইল দুইটি, মোবাইল সিমকার্ড ৩টি,স্কুল ব্যাগ একটি,হাত ঘড়ি একটিসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,বগুড়া জেলার দুপচাঁচিয়ার উপজেলার বনতেতুলিয়া আলতাফনগর এলাকার মৃত আবেদ আলীর ছেলে শহিদুল ইসলাম (৫০)এবং বোড়াই এলাকার মোঃ আফজাল হোসেনের ছেলে মোঃ রবিউল ইসলাম (২৫)।

জয়পুরহাট র‌্যাব-, সিপিসি- কোম্পানী উপ-অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা বলেন,অভিযুক্ত আসামীরা দীর্ঘদিন যাবত জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা আশেপাশের এলাকায় জাল টাকা বিতরণ করে আসছিল জাল মুদ্রা তৈরি সরবরাহকারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাটের  আক্কেলপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.