× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোরেলগঞ্জ-শরণখোলা বাস মালিক সমিতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ (বাগেরহাট ) প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৫ এএম

বাগেরহাটের মোরেলগঞ্জ-শরণখোলা ও মোংলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের  প্রতিবাদে প্রতিবাদ সভা করেছেন বাস মালিকেরা। 

বুধবার দুপুরে কেয়ার বাজার সমিতির অস্থায়ী কার্যালয়ে এ প্রতিবাদ সভায় মোরেলগঞ্জ-শরণখোলা ও মোংলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যাপক শামীম আহসান পলাশ বলেন, মোরেলগঞ্জ-শরণখোলা রুটে বাস চলাচল কখনও বন্ধ ছিলোনা। একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় সমিতির ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য অপপ্রচার চালিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশ করেছে। মূলত কিছু বাস মালিকরা দিনদিন লোকসানের ঘানি টেনে হিমসিম খেয়ে ব্যক্তিগত কারনে তাদের বাস আপাতত রুটে বন্ধ রেখেছে। এটিকে ভূল ব্যাখ্যা দিয়ে একটি স্বার্থনেস্বীমহল সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অপপ্রচার করছেন।  

এদিকে এ ঘটনার প্রতিবাদে অপপ্রচারের বিরুদ্ধে বাস মালিক সমিতির সদস্য ও মালিকরা ক্ষোভে ফেটে পড়েছেন। এ ঘটনা তারা তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে এ প্রতিবাদ সভা থেকে তেলের দাম কমানো, যত্রতত্র ইজিবাইক-অটোভ্যান ও নছিমনে দূর-পাল্লার যাত্রী নিয়ে চলাচলের বন্ধেরও দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি।  

এ প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তাব্য রাখেন মোরেলগঞ্জ-শরণখোলা মিনিবাস শ্রমীক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. একরামুল কবির কিছলু, বাস মালিক সমিতির কোষাদক্ষ্য মো. জামাল হোসেন, সাবেক কোষাদক্ষ্য সঞ্জিব পোদ্দার, সদস্য মো. জাহিদ খান, রিয়াজ খান সহ একাধিক বাস মালিকেরা। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.