কুমিল্লার মনোহরগঞ্জে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষনা করা হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।
এ তালিকায় শ্রেষ্ঠ সভাপতি (এসএমসি) নির্বাচিত হয়েছেন লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুল গাফফার সুমন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন আশিয়াদারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছালে আহমদ, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন হাতিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শরীফ উল্লাহ, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন হাটিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতিমা রানী রায়, শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব শিক্ষক রোকেয়া বেগম।
শ্রেষ্ঠ বিদ্যালয়ের তালিকায় রয়েছে পোমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়।