বগুড়ার শেরপুরে মির্জাপুর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শুক্রবার সকালে স্বামীর মোটরসাইল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে শাহনাজ পারভীন (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা জুয়ান গ্রামের আনোয়ার হোসেন সরকার তার স্ত্রী শাহনাজ পারভীনকে নিয়ে মোটরসাইকেল যোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ও হাসপাতালে অসুস্থ মাকে দেখার জন্য গতকাল শুক্রবার সকাল ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়। সকাল ১০ টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুর মির্জাপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে মোটরসাইকেল থেকে স্ত্রী শাহনাজ ছিটকে পড়ে যায়। ওই মুহুর্তে বগুড়াগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যান। আরও জানা যায় মির্জাপুর বাসস্ট্যান্ড এলাকায় গত চার দিনে রাস্তা পার হওয়ার সময় আরো দুইজন নিহত হয়েছে।
শেরপুর বগুড়ার হাইওয়ে পলিশ ইনচার্জ মো. বানিউল আনাম জানান, আহত শাহনাজ বেগমকে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। অতপর তাকে পরিবার বর্গের নিকট হস্তান্তর করা হয়।