খাগড়াছড়ির দীঘিনালায় নৌকা পাড়াপাড়ের সময় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টায় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের উদালবাগান এলাকায় এ ঘটনা ঘটেছে। জানা যায়, নৌকায় নদী পাড়াপাড়ের সময় গভীর স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়।
এতে পুষ্পা চাকমা (৬০) এক নারী যাত্রী নিহত হয়েছে। এছাড়াও ১জন যাত্রী গুরুতর আহত হয়েছে। নিহত নারী পুস্পা চাকমা (৬০) একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, ‘নৌকা ডুবতে দেখে স্থানীয় লোকজন দৌড়ে গিয়ে ৮- ১০ জনকে উদ্ধার করে নদীর পাড়ে তুলে। এসময় গুরুতর অবস্থায় দুইজনকে হাসপাতালে পাঠানো হয়। পড়ে একজনকে চিকিৎসক মৃত ঘোষনা করেন।’
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার সংবাদ সারাবেলা প্রতিনিধি’কে বলেন, ‘নৌকা ডুবি ঘটনায় পুষ্পা চাকমা (৬০) নামে ০১ জনের মৃত্যু হয়েছে ও ০১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।’