× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেন্দুয়ায় দুর্গাপূজা মন্দিরে সিসি ক্যামেরা উদ্বোধন

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৮ এএম

নেত্রকোনার কেন্দুয়ায় শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতকল্পে  মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপনে উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত   হয়েছে। 

 শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায়  কেন্দুয়া হরিসভা দুর্গামন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে উপজেলার  প্রতিটি মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের  শুভ উদ্ধোধন করেন কেন্দুয়া-আটপাড়ার সংসদ সদস্য  অসীম কুমার উকিল। 

আসন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা  প্রসঙ্গে  কেন্দুয়া-আটপাড়ার সংসদ সদস্য  অসীম কুমার উকিল বলেন, কেন্দুয়া উপজেলায় ৪৮টি পূজা মন্ডপে দুর্গাপূজা পালন করা হবে। 
সবকয়টি পূজা মন্ডপ সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণে থাকলে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান আসন্ন দুর্গাপূজার কর্মকাণ্ড নির্ভীঘ্নে পরিচালনা করতে পারবেন বলে তিনি জানান। 

এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ আলী হোসেন পিপিএম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ উর রহমান বিপুল,  কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ভদ্র, সাধারণ সম্পাদক সজল কুমার সরকার, হরিসভা দুর্গা মন্দিরের সভাপতি ডাঃ দিলীপ পোদ্দার, সাধারণ সম্পাদক সুসেন চন্দ্র সাহা রায়। 

 আরও উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল দত্ত, সাধারণ সম্পাদক বলাই চক্রবর্তী, ঐক্য পরিষদের আহবায়ক দুলাল কান্তি চৌধুরী, যুগ্ম আহবায়ক সুনিল পোদ্দার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.