× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাউফলে সদ্যনির্মিত ব্রিজ ধসে পরার আশংকা,

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৯ এএম

পটুয়াখালী বাউফলের সূর্যমনি ইউনিয়নের পূর্ব ইন্দ্রকুল গ্রামের সত্তার হাওলাদার বাড়ি সংলগ্ন খালের উপর দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ৮১ লাখ টাকা ব্যয়ে একটি আরসিসি গার্ডার ব্রিজের ত্রুটিপূর্ণ নির্মাণের কারণে টাইভীম নিচের দিকে ঝুলে গেছে। এর ফলে ব্রিজটির স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যে কোন সময় ব্রিজটি ধসে পরতে পারে বলে আশংকা করা হচ্ছে। এ ছাড়াও ব্রিজটির দুই পাশে এ্যাপরোচ সড়ক নির্মাণ না করায় এলাকাবাসী ব্রিজ পারাপার হচ্ছে মই দিয়ে । 

২০২১-২০২২ অর্থ বছরে সাফায়েত নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজটি নির্মাণ করেন। 

আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা গেছে, ১৫ মিটার দৈর্ঘ্য এই আরসিসি গার্ডার ব্রিজটির তলায় মাঝ বরাবর টাইভীম নিচের দিকে কিছুটা ঝুলে গেছে। স্থানীয় কয়েক ব্যক্তি জানান, ব্রিজটির ঢালাইয়ের সময় সেন্টারিং দেবে যাওয়ায় এ অবস্থা হয়েছে। ওই সময় এলাকার লোকজন বাঁধা দিলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা কর্ণপাত করেননি। ঢালাইয়ের সময় সংশিষ্ট দফতরের কোন লোকজন ছিলনা। নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। ছাড়াও ব্রিজটির দুই পাশের এ্যাপরোচ সড়ক নির্মাণ করা হয়নি। এর ফলে লোকজন মই দিয়ে ব্রিজটি পার হচ্ছেন। এ অবস্থায় ব্রিজ দিয়ে কোন যানবাহন যাতায়ত করতে পারছেনা। 

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্বায়ন কর্মকর্তার মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন বলেন, সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.