× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শরণখোলায় বিষধর পদ্ম গোখরা ও অজগর সাপ উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৬ এএম

বাগেরহাটের শরণখোলায় ৯ ফুট লম্বা ৮ কেজি ওজনের একটি অজগর ও ৫ ফুট লম্বা ৫০০ গ্রাম ওজনের  বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

২৩ সেপ্টেম্বর সকালে সুন্দরবন সংলগ্ন সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের (সিএসবি) মোঃ মোস্তফা সরদারের বাড়ি থেকে অজগরটি ও  একই ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামের মজিবর হাওলাদারের বাড়ির কবুতরের খোপ থেকে তিনটি মরা কবুতর সহ বিষধর পদ্ম গোখরা সাপটি উদ্ধার করা হয়।

ভিটিআরটি দলের দলনেতা মোঃ জাকারিয়া হুসাইন জানান, বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনের ওয়েল টিমের প্রতিনিধি আলম হাওলাদার  ক্রাইম কন্ট্রোল ইউনিট এর প্রতিনিধি মোঃ রাসেল বয়াতির তত্বাবধানে সাপ দুটি উদ্ধার করে শুক্রবার শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। পরে স্টেশন কর্মকর্তা সুফল রায় সহ বনরক্ষীদের উপস্থিতিতে শরণখোলা রেঞ্জের অধীন ডাবরি নামক স্থানে সাপ দুটি অবমুক্ত করা হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.