লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ উৎসব মুখর পরিবেশে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২সেপ্টম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার করিম উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শ্রমিক নেতা মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোতাহার হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের দ্বায়িত্ব প্রাপ্ত নেতা শাখোয়াত হোসেন শফিক,কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডঃ সফুরা বেগম রুমি, আওয়ামীলীগের লালমনিরহাট জেলা কমিটির সাধারন সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান,জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আমমহমেদ,জেলা কমিটির সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা,যুগ্ন সম্পাদক গোলাম মোস্তফা স্বপন প্রমুখ।
অপরদিকে সম্মেলনের দাওয়াত পাননি জেলা আওয়ামীরীগের সহ-সভাপতি, কালীগঞ্জ উপজেলা পরিষদের দুবারের সফল ও রংপুর বিভাগের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।
দাওয়াত না পেলেও তিনি দলের টানে নেতা কর্মীদের নিয়ে যথাসময়ে সম্মেলনে উপস্থিত হন এবং মঞ্চের নীচে মাঠিতে বসে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শোনেন।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় কমিটির নেতারা কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির নাম ঘোষনা করেন, এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চলবলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু ও যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাব্য দিগন্ত ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী কমলেন্দু রায় মিন্টু বাবু।