× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নবীনগরে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪২ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ছবি পুড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

সাবেক ইউপি সদস্য আলী আহম্মদের সভাপতিত্বে প্রতিবাদসভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মোরশেদ মিয়া , মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, স্থানীয় সোহরাওয়ার্দ্দিন চৌধুরী, দ্বীন ইসলাম, এরশাদুল ইসলাম, প্রভাষক জাফর উল্লাহ, শিক্ষক অলি উল্লাহ, রহিজ মিয়া, আব্দুল বাতেন,রফিকুল ইসলাম, মো. সোহেল, মো. আরিফ প্রমুখ।

বক্তারা বলেন, গত ১৫ সেপ্টেম্বর রাতে দুষ্কৃতকারীরা বিদ্যালয়ে অগ্নিসংযোগ ঘটিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম ও বেগম রোকেয়া ছবি সহ বিদ্যালয়ের মূল্যবান কাগজপত্র পুড়িয়ে ফেলে। বক্তরা দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তারের দাবি জানান।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.