× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইদহে বাক প্রতিবন্ধির গামছা পেঁচানো মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:১২ এএম

ঝিনাইদহ শহরের মোল্লাপাড়ায় গলায় গামছা পেঁচানো অবস্থায় বাক ও শ্রবণ প্রতিবন্ধি ফসিয়ার রহমান (৪২) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ দরজা খোলা একটি ঘরের মেঝেই পড়ে ছিল। ফসিয়ার রহমান ওই এলাকার লুৎফর রহমানের ছেলে। প্রতিবেশিরা জানান, সকালে ঘরে গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশিদের ভাষ্য, বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের কারণে প্রতিবন্ধি ফসিয়ার চিৎকার চেচামেচি করতে থাকে। প্রায় সে কারণে অকারণে স্ত্রীকে মারধর করতো। এ নিয়ে ভাইদের সঙ্গে ফসিয়ারের ঝগড়া হতো। এর আগেও দুইবার আত্মহত্যা করার চেষ্ট করে ফসিয়ার। তৃতীয় বারও সে নিশ্চিত ভাবে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান শুক্রবার বিকেলে জানান, লাশের ময়নাতদন্ত করা হয়েছে। মর্গের প্রতিবেদন দেখে নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর কারণ।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.