× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহেশখালীতে স্ত্রীর যৌতুক মামলায় স্বামী আটক

কক্সবাজার প্রতিনিধি

০১ অক্টোবর ২০২২, ০১:৫২ এএম

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকে স্ত্রীর দায়েরকৃত যৌতুক মামলায় শ্যামল কান্তি দে (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। 

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের গ্রেফতারী পরোয়ানার ভিত্তিতে ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ১১ টার সময় ওই ব্যক্তিকে মহেশখালী থানা পুলিশ গোরকঘাটা পৌর সভা এলাকা থেকে আটক করে।

 আটককৃত ব্যক্তি উপজেলার হোয়ানক ইউনিয়নের টাইম বাজার এলাকার মৃত লালিত বিহারীর দের ছেলে।

যৌতুকের ১০ লাখ টাকার দাবিতে আটক শ্যামল কান্তির স্ত্রী চট্টগ্রামের  বাঁশখালী উপজেলার পুর্ব চেচুরিয়ার জনৈক জগদীশ দাশের মেয়ে জয়শ্রী দাস কে বিভিন্ন সময় বিয়ের পর  মারপিট করে আসছিল। এক পর্যায়ে সহ্য করতে না পেরে বাপের বাড়ীতে চলে এসে পরিবারের সহযোগিতায় জয়শ্রী দাস বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে আদালতের  বিচারক তা আমলে নিয়ে অভিযুক্ত শ্যামল কান্তির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। 

উল্লেখ্য, গত বছরের ২৭ মার্চ ধর্মীয় বিধি মেনে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের টাইম বাজার এলাকার মৃত ললিত বিহারী দের ছেলে শ্যামল কান্তি দের সাথে চট্টগ্রাম জেলার বাশখালী উপজেলার পুর্ব চেচুরিয়ার জনৈক জগদীশ দাশের মেয়ে জয়শ্রী দাশের উভয় পরিবারের সম্মতিতে সামাজিকভাবে বিয়ে হয়।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী সত্যতা সত্যতা স্বীকার করে বলেন,  শুক্রবার আদালতে স্ত্রীর দায়ের করা মামলায় সকালে একজনকে আটক করা হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.