কিশোরগঞ্জের কটিয়াদীতে ১৫শ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
আটককৃতের নাম তাজুল ইসলাম (৩৮), বাবা মুক্তার উদ্দিন, সাং ইসলামপুর, থানা বিশম্বরপুর, জেলা সুনামগঞ্জ।
শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে বাস্টেন্ড এলাকা থেকে তাকে আটক করা হয়েছিল।
থানা সূত্র জানায়, কটিয়াদী মডেল থানা পুলিশের এসআই দুলাল ও এসআই মুখলেস সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী বাস্টেন্ড এলাকা থেকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।