× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপালে হেরোইনসহ ২ মাদক কারবারি আটক

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

০১ অক্টোবর ২০২২, ০৪:৩৩ এএম

রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর বিশেষ নির্দেশনায় ওসি তদন্ত রাধে শ্যাম, এসআই দেলোয়ার হোসেনসহ সংগীয় ফোর্স শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় এক অভিযান পরিচালনা করেন।

উপজেলার মানিকনগর গ্রামের শহীদ মোড়লের ছেলে বেলাল হোসেন (৩৫) হেরোইন বিক্রি করছে এমন খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার সহযোগী একই গ্রামের হালিম শেখের পুত্র জসিম শেখ (২৫) কে ও আটক করেন। ওই সময় তাদের কাছ থেকে ফয়েল কাগজে মোড়ানো ৩২০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের পরিমাণ ২০ গ্রাম যার অনুমান মূল্য ৮০ হাজার টাকা।

রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি বলেন হেরোইন উদ্ধার ও দুই মাদক কারবারিকে আটক এবং মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। এইসব কারবারিদের সাথে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.