× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

০১ অক্টোবর ২০২২, ০৬:২৬ এএম

‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ প্রতিপাদ্যে ঈশ্বরদীতে উদযাপিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস। 

শনিবার (১ অক্টোবার) সকালে ঈশ্বরদী উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও বেসরকারী উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে দিবসটি পালিত হয়।  দিবসটি উপলক্ষে সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পি.এম ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা ও নিউ এরা ফাউন্ডেশনের উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণ।

বক্তরা বলেন, পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রবীণ ব্যক্তিরা তাদের অধিকার নিয়ে পরিবার ও সমাজে মাথা উচু করে বাঁচতে পারেন সেই জন্য সবার সহযোগিতা প্রয়োজন। দেশ দিকে দিন দিন আরো উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। আর এই উন্নয়ন কাউকে বাদ দিয়ে সম্ভব নয়। তাই পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তিদের সামনের সারিতে রেখে কাজ করতে হবে। আজ যারা প্রবীণ তারা সারা জীবন সমাজ ও  দেশের পেছনে অগ্রনী ভূমিকা রেখেছেন। তাই আমরা আজ সহজে সবকিছু সুন্দর উপভোগ করতে পারি। তাই প্রবীণ ব্যক্তিদের অবদান কোনো ক্রমেই ভুলা যাবে না বরং এই পরিবর্তিত বিশ্বে আরো বেশী সহনশীল ও শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন।

এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে প্রবীণবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.