× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরাজগঞ্জের বেলকুচিতে নিজ বাসা থেকে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

০১ অক্টোবর ২০২২, ০৮:১৮ এএম

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মৌপুর নতুনপাড়া গ্রামের একটি ঘর থেকে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ অক্টোবর) বিকেলে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যে বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে সেখানে শুধু মা আর তার দুই ছেলেই থাকত। দুপুরের দিকে বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘরের মধ্যে লাশগুলো পড়ে থাকতে দেখে। ৪-৫ দিন আগে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কয়েকদিন ধরে পড়ে থাকায় লাশগুলো পচে গন্ধ ছড়িয়ে পড়েছে।

ওসি তাজমিলুর আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের সিআইডি ও পিআইবির টিমও কাজ করছে। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে তারা মা ও ছেলে বলে নিশ্চিত করেছে এলাকাবাসী। তাদের হত্যা করা হয়েছে কিনা, পুলিশ বা স্থানীয়দের কেউই সে বিষয়ে নিশ্চিত করে কিছুই বলতে পারেনি।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.