× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান এমপি আয়েশা ফেরদাউসের

নোয়াখালী প্রতিনিধি

০১ অক্টোবর ২০২২, ১০:৩৭ এএম

শারদীয় দুর্গাপূজায় সকল নেতা কর্মীকে সার্বিক সহযোগিতা করার সহ জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস।

শনিবার (১অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে সার্বিক বিষয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

আয়েশা ফেরদাউস বলেন, হাতিয়ায় সর্বোচ্চ ৩৪ টি মণ্ডপ রয়েছে। সম্প্রীতি রক্ষায় সবাই মিলে কাজ করতে হবে। হাতিয়ায় আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। শারদীয় দূগাপূজায় সকল নেতা কর্মীরা সার্বিক সহযোগিতা করবে। সবার প্রতি আমার অনুরোধ রইলো। 

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, নোয়াখালী জেলায় এবছর পূজামন্ডপ মোট ১৮০ টি। পুলিশ এর পক্ষ হতে প্রতিটি পূজামন্ডপে এবং মন্ডপকেন্দ্রিক মোবাইল টিম সহ থানা ভিত্তিক স্ট্রাইকিং মোবাইল রাখা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদমর্যাদার মোট ৭৫৩ জন সদস্য মাঠে কাজ করছেন- যার মধ্যে নিয়মিত পোষাকি পুলিশের পাশাপাশি এসবি ও ডিবির টিমও রয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আইন শৃঙ্খলা সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নবজ্যাতি খিসা (সদ্য পদোন্নতি প্রাপ্ত এসপি), উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, সহকারী কমিশনার ভুমি মো. গোলাম সরোয়ার, ভাইস চেয়ারম্যান মো. কেফায়েত উল্যা, হাতিয়া দ্বীপ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল হোসেন, পৌর মেয়র কে. এম ওবায়েদ উল্যাহ বিপ্লব।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এএসপি হাতিয়া সার্কেল মো. আমান উল্যাহ, ইউপি সদস্য মোঃ আল আমিন, কাউন্সিলর মো. মাঈন উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. জিল্লুর রহমান, হাতিয়া পূজা উদ্পযাপন পরিষদের সভাপতি ও হাতিয়া প্রেস ক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার, হাতিয়া উপজেলা কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের সেক্রেটারী হাফেজ মো. ইলিয়াছ, ইউপি চেয়ারম্যান দিনাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আজাদ ও হাতিয়া কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিনয় ভূষণ দাস (বাবুলাল) প্রমুখ।

সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সরকারী কর্মকর্তা ও সাংবাদিকদের ৫শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে হাতিয়ার ৩৪ টি পূজা মন্ডপের সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম সরেজমিনে দেখতে পৌরসভার ৫ নং ওয়ার্ডে একটি মন্দির পরিদর্শন করেন। এসময় মন্দিরে অবস্থান করা হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কথা বলেন তারা।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.