× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেল রোহিঙ্গার পা

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২২, ০০:০৪ এএম

এবার নাইক্ষ্যংছড়ি সদর ইউপির আশারতলী ৪৪ সীমান্ত পিলারের কাছে মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আব্দুল কাদের (৫২)  নামের এক রোহিঙ্গার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। 

মঙ্গলবার (৪ অক্টোবর) ৩টার দিকে এই ঘটনা ঘটে। আহত আবদু্ল কাদের নাইক্ষ্যংছড়ি সদর ইউপির ছানখোলা ছেরাকুল এলাকার মীর আহমদের ছেলে।

বিস্ফোরণের শিকার ব্যক্তির স্বজন মো: হোসেন জানান, সীমান্তের কাঁটাতারের কাছে চারণরত গরু আনতে গেলে এ স্থলমাইন বিস্ফোরণের শিকার হন তিনি। বিস্ফোরণে ঘটনাস্থলেই তার ডান পা বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় সন্ধ্যার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। 

এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউপির চেয়ারম্যান নুরুল আবছার ইমন থেকে জানতে চাইলে তিনি সীমান্তের কাছে গেলে এক রোহিঙ্গা মাইন বিস্ফোরণের শিকার হয়েছে বলে শুনেছে তবে বিস্তারিত জানতে পারিনি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.