× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহীর অপহৃতস্কুলছাত্রী ফেনীতে উদ্ধার,গ্রেফতার ২

ফেনী প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২২, ০০:০৭ এএম

রাজশাহী দুর্গাপুরের অপহৃত স্কুলছাত্রীকে ফেনীর ছাগলনাইয়া থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দায়েরকৃত অপহরণ মামলার দুই আসামি মাহাফুজ (২৫) ও মহসীনাকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) গ্রেফতারকৃতদের  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

র‌্যাব জানায়, র‌্যাব-৫ রাজশাহী সদর কোম্পানীর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিম ইফফাত আরা তিন্নীকে (১৫) ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাংলাবাজার এলাকা থেকে উদ্ধার করে।

এর আগে  তাকে রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলা থেকে অপহরণ করা হয়েছিল । এ ব্যাপারে দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। 

মামলার আসামিরা হলেন, মাহাফুজ ওরফে অভি (২৫), বিয়ানুছ আলী (৫৬) ও মহসীনা বেগম (৪০)

র‌্যাব জানায়, র‌্যাব-৫, রাজশাহী সদর কোম্পানীর অপরারেশন দল সোমবার বিকালে ফেনীর ছাগলনাইয়া এলাকায় অভিযান পরিচালনা করে। 

এ সময় অপহরণ মামলার এজাহার নামীয় আসামি মাহাফুজ ওরফে অভি ও মহসীনা বেগমকে গ্রেপ্তার করে র‌্যাব। তাদের নিকট হতে ভিকটিম স্কুলছাত্রী ইফফাত আরা তিন্নীকে উদ্ধার করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.