× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুঃখের দিনের সিঁদুর খেলায় আনন্দের হাঁসি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২২, ০৩:২৩ এএম । আপডেটঃ ০৫ অক্টোবর ২০২২, ০৩:২৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গার বিদায়ের প্রস্তুতি। ভক্তদের মাঝে বাজছে বিষাদের সুর। বিজয়া দশমীর দিনে আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন পূজা মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে সিঁদুর খেলা। দুর্গাপূজায়  অন্যতম আকর্ষণ এই সিঁদুর খেলায় বিবাহিত নারীরা অংশ নেন।

জেলা শহরের দক্ষিণ কালিবাড়ি, পাইকপাড়া রাম ঠাকুর পূজা মন্ডপ, কালাইশ্রীপাড়া, পূর্ব মেড্ডাসহ একাধিক এলাকার পূজামন্ডপগুলোতে সরেজমিনের ঘুরে দেখা যায়, একে অন্যের গালে এবং সিঁথি সিঁদুর দিয়ে রাঙিয়ে তোলার খেলায় মেতে উঠেন সনাতন ধর্মী নারীরা। পাশাপাশি প্রার্থনা করেন স্বামী ও সন্তানের মঙ্গল কামনায়। মা দূর্গা চলে যাওয়া দিনেও এই সিঁদুর খেলার মাধ্যমে যেন আনন্দের ধারা অব্যাহত রয়েছে।
সিঁদুর খেলায় অংশগ্রহণকারী নারীরা জানান,  দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী পর বিজয়দা দশমির দিনে সিঁদুর খেলা হয়ে থাকে। পুরোহিতের বিদায়ী প্রণাম মন্ত্রের মাধ্যমে দর্পণ বিসর্জন করা হয়। এর মধ্য দিয়ে মা-দুর্গাকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। তারপর মনে কষ্ট দূর করতে সিঁদুর খেলার মাধ্যমে আনন্দ উপভোগ করেন নারীরা। সিঁদুরের লাল রঙ শক্তি ও ভালোবাসার প্রতিক।
বিবাহিত বাঙালি নারীদের সিঁথিতে রেখা ও কপালে সিঁদুরের টিপ পড়ার ইতিহাস অনেক প্রাচীন। এটি স্বামী-সন্তানদের দীর্ঘজীবি করে। তবে শাস্ত্রমেত বিধবা নারীদের সিঁদুর পড়া নিষিদ্ধ।তবে এই সিঁদুর খেলায় অংশগ্রহণ করতে পারেন না স্বামী মারা যাওয়া বিধবা নারীরা। হিন্দু শাস্ত্র অনুযায়ী বিধবা নারীদের সিঁদুর পড়া নিষিদ্ধ।

সিঁদুর খেলায় অংশ নেওয়া চম্পা দাস জানান, মায়ের বিদায়ের সুরে যেমন কষ্ট হচ্ছে তেমনি আবার আসবে বলে মনে সান্ত্বনা পাচ্ছি। এরই মাঝে আগামী এক বছর স্বামী সংসারে যেন ভালো থাকি সেই প্রার্থনা করছি।
দক্ষিণ কালিবাড়ি পূজামণ্ডপে সিঁদুর খেলায় অংশ নেওয়া সদপা রমণী সম্পা সাহা, মিষ্টি দেব, দিপ্তী সাহা, ঈশিতা চক্রবর্তী জানান, তারা দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছেন, তারা যেন স্বামী সংসারে সবাইকে সুখে শান্তিতে রাখেন প্রতিটি মুহূর্ত। দেশের প্রতিটি মানুষ যেন সুখে শান্তিতে থাকে সেই প্রার্থনাও করেছেন তারা।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.