× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জমির বিরোধে এসএসসির দুই পরীক্ষার্থী হাসপাতালে

চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২২, ০৩:৪৯ এএম

নীলফামারী জেলার চিলাহাটিতে জমিজমার জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই পরীক্ষার্থী আহত হবার সংবাদ পাওয়া গেছে। ওই দুই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। এদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্টার তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

এ ব্যাপারে ডোমার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, জেলার চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের পাবনা পাড়া গ্রামের তাইজুলের ছেলে ফরহাদ ও তার আত্মীয় কাওলা গ্রামের শহিদুল মেম্বারের ছেলে মাসুম গত ১ অক্টোবর সকালে বাড়ি থেকে আনন্দবাজার যাচ্ছিল। এ সময় দীর্ঘ দিনের জমাজমি নিয়ে বিরোধের জের ধরে একই গ্রামের রফিজুল, ওসমান গনি, মোজাম্মেল হক, ইউনূস আলী, অহিজল, আইনুল, নুরনবী, নুর আলম,রব্বানী, রুবেল, হৃদয়, সুলতান আলীসহ একটি সংঘবদ্ধ দল লাঠিসোটা নিয়ে বেদম প্রহার করে। পাশের চা বাগানের শ্রমিকরা ছুটে আসলে হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

মাসুম হায়দার, রোল- ৫২৬১৮১, এবং ফরহাদ হোসেন, রোল- ৫২৬১৭৯ এই দুই পরীক্ষার্থী এক বছর পরীক্ষা দিতে না পারায় তাদের জীবন থেকে পিছিয়ে গেল আরো একটি বছর।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.