× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধর্ষকের শাস্তির দাবিতে কান্নায় ভেঙে পড়লেন মা

নোয়াখালী প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২২, ০৫:২৮ এএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অপহরণের পর ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় ধর্ষকের শাস্তির দাবিতে কান্নায় ভেঙে পড়েছেন ভুক্তভোগীর মা। এসময় তিনি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ও মেয়ের নিরাপত্তার দাবি জানান।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
এসময় ভুক্তভোগীর মা বলেন, আমার স্বামী প্রবাসী থাকে। একমাত্র কন্যা কলেজে পড়ে। কলেজ থেকে আমার মেয়েকে তুলে নিয়ে যায় 
বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের করালিয়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মো. নুর আলম প্রকাশ আরিফ । তারপর ধর্ষণ ও ভিডিও ধারণ করছে সে। 
ভুক্তভোগীর মা আরও বলেন, আরিফ তাকে ২০১৯ সাল থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন এবং বিভিন্ন সময় উত্ত্যক্ত করত। ২০১৯ সালের ৯ জানুয়ারি আমি কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ জমা দিলে আর বিরক্ত করবেন না বলে ৩০০ টাকার স্টাম্পে স্বাক্ষর করে। কিন্তু গত ২৫ মে মেয়েকে অপহরণ করে। 
মেয়ে আত্মহত্যার চেষ্টা করছে উল্লেখ করে ভুক্তভোগীর মা বলেন, আমার মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে কয়েকবার। সামজিক ভাবে আমরা হেয় হচ্ছি। আজ ৪ মাস পেরিয়ে গেলেও কোনো বিচার পেলাম না। আমি অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই। 
এসময় পাশে থাকা ভুক্তভোগী (১৮) বলেন, আমার ছোট ভাই ও মাকে অপহরণ করবে বলে আমাকে ভয় দেখায়। জোর করে কাগজে সাক্ষর নেয়। আমাকে ধর্ষণ করে এবং পিল খাওয়ায়। কিন্তু রিপোর্টে এসব আসে নাই। আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি। 
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, মামলা তদান্তাধীন রয়েছে। আমাদের সার্কেল স্যার নিজেই বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন। তিনি ভুক্তভোগীর সাথে কথাও বলেছেন। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আকরামুল হাসান বলেন, আইনের চোখে সবাই সমান। আমি মেয়ে ও তার পরিবারের সাথে কথা বলেছি৷ আগামীতে মেয়ের বাড়িতে গিয়ে তদন্ত করবো। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.