× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সৈয়দ নজরুল মেডিকেল কলেজে আনসার-সুইপার সংঘর্ষ

কিশোরগঞ্জ প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২২, ০৭:৩৯ এএম

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আনসার ও সুইপারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আনসার সদস্যসহ সাতজন আহত হয়েছেন। মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। বুধবার (৫অক্টোবর) বেলা সাড়ে ১২টা থেকে শুরু হওয়া সংঘর্ষ দুপুর ১টা পর্যন্ত চলে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকালে হাসপাতালে কর্মরত হরিজন সম্প্রদায়ের এক সদস্যের একটি মোবাইল ফোন হারানো যায়। এ সময় ঐ সদস্য হাসপাতালের মূল ফটকে দায়িত্বে থাকা এক আনসার সদস্যকে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হরিজন সম্প্রদায়ের ঐ সদস্য তার কলোনীতে খবর দেয়। অপরদিকে এমন ঘটনা শুনে আনসার ক্যাম্প থেকেও আনসার সদস্যরা ছুটে আসে। এক পর্যায়ে তাদের সংঘর্ষ বেঁধে যায়। এতে এক আনসার সদস্যসহ সাতজন আহত হয়। তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যরা আট রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, মোবাইল ফোন চুরির ঘটনা নিয়ে এ সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.