× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোয়াখালীতে পুনাক শিল্প পণ্য মেলার অবকাঠামো কাজের উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি

১০ অক্টোবর ২০২২, ০১:০২ এএম

পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) নোয়াখালীর আয়োজনে আগামী  নভেম্বর থেকে মাসব্যাপী শুরু হচ্ছে পুনাক শিল্প ও পণ্য মেলা ২০২২। 

রোববার (৯ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের হাউজিং বালুর মাঠে মেলার অবকাঠামো কাজের উদ্বোধন করা হয়।

নোয়াখালীর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী সীমা পারভীন নীশি অবকাঠামো কাজের উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, দেশিয় শিল্পের প্রসারে পুনাক মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের মেলায় দেশীয় পণ্যসহ নানান ধরণের পণ্যের দোকান বসছে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা মেলাটি উপভোগ করতে পারবেন।

সভানেত্রী সীমা পারভীন নীশি আরও বলেন, পুনাক শিল্প ও পণ্য মেলাটি ২৪ ঘণ্টা সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে। মেলায় প্রবেশ টিকিট ফী নির্ধারণ করা হয়েছে। উৎসবমূখর পরিবেশেই মাসব্যাপী এই মেলা চলবে মনে করছি।

 এসময় পুনাক সদস্য অনি বারী, পুনাক শিল্প ও পণ্য মেলার ব্যবস্থাপনা পরিচালক রাখী মনি সিনহাসহ পুনাক নোয়াখালীর সদস্য  বৃন্দ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.