× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দীঘিনালায় শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দানোত্তম কঠিন চীবর দানোৎসব

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

১০ অক্টোবর ২০২২, ০৮:২৪ এএম । আপডেটঃ ১০ অক্টোবর ২০২২, ১০:১০ এএম

অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে বৌদ্ধ ধর্মালম্বীদের দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠান শুরু হয়েছে। 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় উৎসবের মধ্যদিয়ে মাসব্যাপী অনুষ্ঠানের শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলার সার্বজনীন শালবন বৌদ্ধ বিহারে দিনব্যাপী ছিল নানা অনুষ্ঠান। এ সময় ধর্মীয় গুরুরা পুণ্যার্থীর উদ্দেশে বৌদ্ধ বিহারে ধর্ম দেশনা দেন।

সোমবার (১০ অক্টোবর) দুপুর ১টায় উপজেলার সার্বজনীন শালবন বৌদ্ধ বিহারে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে কবাখালী মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিশুদ্ধানন্দ মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র পক্ষে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা, বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম পেয়ার আহমেদ, ইউআরসি মোহাম্মদ মাইনুদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুস সালাম প্রমুখ।

এসময় প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার একুশে পদকপ্রাপ্ত মহামান্য সংঘরাজ শাসন শোভন ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাস্থবির। এতে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন সভাপতি, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার আন্তর্জাতিক বিষয়ক সচিব দর্শনতাপক ড. জ্ঞানরত্ন মহাথের, বিশেষ ধর্মদেশক হিসেবে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ দীঘিনালা উপজেলা শাখার সভাপতি ও নির্বাণগিরি অরণ্য কুঠিরের প্রতিষ্ঠাতা ও পরিচালক ভদন্ত চন্দ্রকীর্তি মহাথের উপস্থিত ছিলেন।

এছাড়াও আয়োজকদের পক্ষ থেকে খাগড়াছড়ি জেলায় শ্রেষ্টত্ব অর্জন করায় দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম ও খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রেস এ্যাওয়ার্ড পাওয়ায় সাংবাদিক পলাশ বড়ুয়া’কে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.