× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবসে র‌্যালি

শেরপুর প্রতিনিধি

১০ অক্টোবর ২০২২, ০৮:৩৫ এএম

‘আপনার চোখকে ভালোবাসুন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে ১০ অক্টোবর সোমবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ভিশন সেন্টারের সহায়তায় জেলা সদর হাসপাতাল চত্বর থেকে এক র‌্যালি বের হয়। র‌্যালির উদ্বোধন করেন জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। ওইসময় চক্ষু কনসালটেন্ট ডা. মোশারফ হোসেন, জেলা সদর হাসপাতালের আরএমও ডা. খাইরুল কবীর সুমন, ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী, রিজিওনাল ম্যানেজার (স্বাস্থ্য) রফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার (স্বাস্থ্য) জুবাইদুল ইসলাম, সাইটসেভার্স প্রতিনিধি গোলাম জাকারিয়া, জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচির প্রোগ্রাম এ্যাসিস্ট্যান্ট মো. বানসেদ আলী, রিডিং গ্লাস এর হাবিবুর রহমানসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক-নার্স এবং ব্র্যাকে কর্মরত স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।




Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.