× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

১০ অক্টোবর ২০২২, ০৮:৪০ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শন করছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। সীমান্ত এলাকা পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক জানান-মিয়ানমার সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতিতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে।’

সোমবার (১০ অক্টোবর) সকাল থেকে সীমান্ত এলাকা পরিদর্শন শুরু করেছেন বিজিবি প্রধান। পরিদর্শনকালে বিজিবির সদস্যদের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে তিনি কথা বলেন। সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে দুপুরে  সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিজিবির এ কর্মকর্তা। এসময় তিনি বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও অনুপ্রবেশরোধে বিজিবি কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।’ 

এছাড়াও বিজিবি মহাপরিচালক নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, তুমব্রু কোনারপাড়া, বাইশফাড়ী রেজুপাড়া বিজিবি ক্যাম্প পরিদর্শন করেন এবং বিজিবি সৈনিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, ‘মিয়ানমার সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি গোলাগুলির বিষয়টি তাদের অভ্যন্তরীন বিষয়। এরপরও বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবস্থান রয়েছে। পাশাপাশি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজেপির সাথে নিয়মিত যোগাযোগ করা হয়েছে তাদেরকে পতাকা বৈঠকের প্রস্তাব দেয়া হয়েছে। এতে তারা সম্মতি দিয়েছে তবে এখনো তারিখ ঠিক হয়নি ‘
তিনি আরও বলেন, ‘মিয়ানমারের সাথে বাংলাদেশের নির্মাণাধীন সীমান্ত সড়কের কাজ শীঘ্রই শুরু করা হবে। এই সড়ক হলে সীমান্ত পাহারায় বিজিবির যে প্রতিবন্ধকতা রয়েছে তা কেটে যাবে। তাতে মাদকসহ যাবতীয় চোরাচালান রোধে কাঙ্খিত সাফল্য লাভ কবরে বিজিবি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.