× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিত্রাং : মিরসরাইয়ে জোয়ারের পানিতে ড্রেজার ডুবে নিখোঁজ ৮

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর ২০২২, ০২:৪২ এএম

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে জোয়ারের পানিতে বালু উত্তোলনের ড্রেজার ডুবে ৮ শ্রমিক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৪ অক্টোবর) দিবাগতে রাতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শ্রমিকরা হলেন- ড্রেজার চালক ইমাম মোল্লা (৩২), শাহীন মোল্লা (৩৮), মাহমুদ মোল্লা (৩২), আলামিন (২১), বশর (৪৫) ও তারেক। বাকী দুজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ডুবে যাওয়া ড্রেজারটি মিরসরাই থানার ১৬নং সাহেরখালি ইউপির ১নং ওয়ার্ডের ৩নং বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ থেকে আনুমানিক এক হাজার ফুট দূরত্বে ছিল।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে মীরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, সিত্রাংয়ের প্রভাবে সাগরের জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধির পাশাপাশি ঝড়ো হাওয়ায় বালু উত্তোলনের ড্রেজার মেশিন সৈকত-২ পানিতে ভেসে গিয়ে ডুবে যায়। এ সময় ড্রেজারে ৯ শ্রমিক অবস্থান করছিলেন। এদের মধ্যে ছালাম নামের একজন নিরাপদ স্থানে চলে গেলেও বাকিরা ড্রেজারে অবস্থান করছিলেন।

তিনি বলেন, বালু উত্তোলনকারী শ্রমিকরা দিন-রাত ড্রেজারে অবস্থান করে থাকেন। সেখানে খাওয়া-দাওয়ার পাশাপাশি ঘুমেরও ব্যবস্থা ছিল। বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করেছি। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে।




Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.