× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কটিয়াদীতে ঘুর্ণিঝড়ে ভেঙ্গে পড়েছে গাছপালা, ক্ষতির মুখে উঠতি ফসল

ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী ( কিশোরগঞ্জ)

২৫ অক্টোবর ২০২২, ০৫:১৭ এএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে ঘুর্ণিঝড় সিত্রাং'র প্রভাবে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে তীব্র বাতাসে ঘরের চালা উড়ে গিয়েছে।  আধাপাকা ও টিনের ঘর গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত শুরু হয়। কখনো থেমে থেমে কখনো ভারী বৃষ্টিপাত হয়েছে। দুদিন সুর্যের দেখা মেলেনি। ২৫ অক্টোবর মঙ্গলবার দুপুর পর্যন্ত এই অবস্থা চলমান ছিল। রবিবার রাত থেকে মঙ্গলবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ ছিলো। নেটওয়ার্ক না থাকায় সমস্যায় পড়েছেন মোবাইল গ্রাহকরা। 

সরেজমিনে পরিদর্শন ও খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ৯ টি ইউনিয়নে কমবেশি ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এরমধ্যে বনগ্রাম, করগাও, চান্দরপুর, মুমুরদিয়া, আচমিতা, লোহাজুরী, মসূয়া ইউনিয়নে আমন ধানের জমি বাতাশে নুয়ে গেছে। জালালপুরের আড়িয়াল খাঁ নদীর পাড়ের এলাকাগুলোতে শীতকালীন আগাম সবজি গুলোর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলাবাগান।  সোমবার রাত ১১ টার দিকে তীব্র বাতাশের সাথে বৃষ্টি হয়। ১৫ মিনিটের মত স্থায়ী হয়। মুলত এই সময়টিতে সবচেয়ে ক্ষতি হয়। ফেকামারা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সামনে একটি বাড়ির উপরের টিনের চালা উড়ে যায়। 

জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের কৃষক মজিবুর রহমান বলেন,'মরিচ,আলু,বেগুনের জমির ক্ষতি হয়েছে। শীতকালীন আগাম আলু চাষ করেছিলাম। জমিতে পানি জমে তা নষ্ট হয়ে যাচ্ছে।  বাতাশে বেগুন গাছগুলো উপরে ফেলেছে।'

আচমিতা ইউনিয়নের ভিটাদিয়া গ্রামের রাকিবুল হাসান বলেন, 'বিভিন্ন স্থানে গাছ উপরে পড়ে থাকতে দেখেছি। গ্রামের গাছপালা ও বাড়িঘরের ক্ষতি হয়েছে।' 

উপজেলা কৃষি কর্মকর্তা মুকশেদুল হক বলেন,'ক্ষতির পরিমাণ নির্ণয়ে মাঠ কর্মীরা কাজ করছেন। প্রাপ্ত তথ্য মতে ক্ষতির পরিমাণ খুব বেশি বলা যায় না। কলাবাগান গুলো এবং আলু, মরিচ জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও উঠতি ফসল গুলো কিছুটা ক্ষতির মুখে পড়েছে। বৃষ্টিপাত আর নাহলে আশা করি উঠতি ফসলগুলো রক্ষা পাবে।' 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.