× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পার্বতীপু্রে মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদককে এলোপাতাড়ি ছুরিকাঘাত

দিনাজপুর প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২২, ০৬:৪৯ এএম

দিনাজপুরের পার্বতীপুর মোটর পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফয়জার রহমান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। 

এ ঘটনার প্রতিবাদে মোটর মালিক সমিতি মঙ্গলবার সকাল থেকে পার্বতীপুর উপজেলা মোটর পরিবহন মালিক গ্রুপ পার্বতীপুর থেকে ৪ রুটে পার্বতীপুর-দিনাজপুর, পার্বতীপুর-রংপুর, পার্বতীপুর-নীলফামারী, পার্বতীপুর-ফুলবাড়ী রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুরের পার্বতীপুর পৌর এলাকার রহমতনগর মোড়ে হেলমেট পরা একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

আহত ফয়জার রহমান পার্বতীপুরের বিশিষ্ট ব্যাবসায়ি মকবুল হোসেনের ছেলে এবং সতন্ত্র মেয়র প্রার্থী এজেডএম মেনহাজুল হকের খালাতো ভাই।

পার্বতীপুর উপজেলা মোটর মালিক সমিতির সভাপতি এজেডএম মেনহাজুল হক জানায়, এঘটনার জন্য দায়ীদের গ্রেফতার ও বিচার দাবীতে মোটর মালিক ও শ্রমিকরা পার্বতীপুর থেকে চারটি রুটে পরিবহন বন্ধ করে দিয়েছে। 

পার্বতীপুর উপজেলা পরিবহন মালিক গ্রুপ এবং মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যদের নিয়ে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.