× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২২, ০৯:০৭ এএম

টাঙ্গাইলে গতকালের টানা বর্ষণে বসত ঘরে পানি ঢুকে যায়। এসময় আইপিএসের তলায় বৃষ্টির পানি এলে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীফ ফকিরের মৃত্যু হয়। সোমবার গভীর রাতে টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়া এলাকায় মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শরীফ ফকির ওই এলাকার আইনজীবী আইয়ুব আলী ফকিরের ছেলে। তিনি গত পৌরসভা নির্বাচনে ১৮ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টার দিকে শহরের সাবালিয়া পাঞ্জাপাড়া এলাকায় বিদ্যুৎ আসা-যাওয়া করছিল। টানা বৃষ্টির পানি ঘরে ঢুকে আইপিএস তলিয়ে যাচ্ছিল। শরীফ আইপিএস উপরে উঠাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবা মা ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ  দুপুরে জানাজা নামাজ শেষে তাকে ভূঞাপুর উপজেলার গ্রামের বাড়িতে দাফন করা হয় বলে পারিবারিক জানা গেছে |

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.