দিনাজপুরে ৩৯ হাজার নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ ২জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ।
মঙ্গলবার (২৫অক্টোবর) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০লাখ সমমুল্যের এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয় ।অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের দিনাজপুরের উপ-পরিচালক শাহ নেওয়াজ জীবন ।
আটককৃত হারুনুর রশিদের কাছ থেকে ৮হাজার ১শ পিস এবং সাইদুরের কাছ থেকে৩১হাজার ১শ পিস ট্যাবলেট পাওয়া যায় ।হারুনের বাড়ী শহরের বালুয়াডাঙ্গায় ও সাইদুরের নতুনপাড়ায় ।এ ব্যাপরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা বাদী হয়ে মামলা করেন উপপরিদর্শক মিমকাতুল জাবির ।