× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাজিতপুরের হাওড়ে ১০০ একর খিড়ার জমি নষ্ট

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২২, ০৪:২০ এএম

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলাটি হাওড় অধ্যুষিত উপজেলা। সেই উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের ঘোড়াউত্রা নদীর পাড়ে অবস্থিত শিয়ালদীপাড় সংলগ্ন হাওড় রাজা পাইরা হাওড়ে গত মঙ্গলবার ঘূর্নিঝড়ে  কৃষকের ১শত ৫০ একর খিড়ার জমির মধ্যে প্রায় ১শত একর জমি মাটিতে মিশে গেছে বলে খবর পাওয়া গেছে।

কৃষকদের ধারণা এতে তাদের ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লক্ষ থেকে ৬০ লক্ষ টাকা হতে বলে ধারণা করছেন। গতকাল বুধবার দুপুরে শিয়াদীপাড় সংল্গন হাওড় রাজা পাইরা হাওড়ে গেলে ক্ষতি গ্রস্ত কৃষক আককেল আলী, মিজান মিয়া, মোঃ শামসুল হক, জিয়াউল হক, হোসেন আলীসহ ১৫-২০ জন কৃষকের সাথে আলাপ করলে এই প্রতিবেদককে জানান, প্রতি একরে খিড়ার উৎপাদন হতো ৫শত থেকে ৬শত মন। তাদের প্রতি একরে খিড়ার চাষ করতে উৎপাদন ব্যয় হয়েছে ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা। এখন সবই যেন আশার নিরাশার মতো হয়ে গেছে। তারা এখন পথে বসার উপক্রম হচ্ছে। এই খিড়ার খরচ দিয়ে তাদের সংসার চলতো। এখন তারা তাদের সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হবে বলে অনেক কৃষক এই প্রতিবেদককে জানিয়েছেন। তারা আরও বলেন, অনেক খিড়ার জমি পানিতে তলিয়ে গেছে। সরকারিভাবে যদি তাদেরকে প্রনোদনার ব্যবস্থা সরকার না করে তাহলে তাদের করুন অবস্থা হবে বলে উল্লেখ করেন কৃষকরা।

বাজিতপুর উপজেলার কৃষি কর্মকর্তা এ.বি.এম রকিবুল হাসান বলেন, মাঠ পর্যায়ে কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তাদের পাঠানো হয়েছে। 



Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.