× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাউফলে ঘুর্ণিঝড়ে মৎস্য চাষীদের মাথায় হাত

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২২, ০৪:৩৬ এএম

পটুয়াখালীর বাউফলে ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়, জলোচ্ছ্বাস ও বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে প্রায় অর্ধশত মাছের ঘের ও অসংখ্য পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। সব হারিয়ে নি:স্ব হয়ে পড়েছে মৎস্য চাষীরা। 

সরেজমিনে দেখা যায়, ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড় ও জলোচ্ছ্বাসে উপজেলার  তেতুঁলিয়া ও লোহালিয়া নদী তীরবর্তী নিম্নাঞ্চল গুলো প্লাবিত হয়েছে। বিভিন্ন বাঁধ ও সড়ক ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে মৎস্য চাষীদের। 

উপজেলার কালাইয়া ইউনিয়নের ৯নম্বর ইউপি সদস্য মো. জসিম উদ্দিন মোল্লার ১একর জমিতে মৎস্য চাষ শুরু করেন। জলোচ্ছ্বাসে তাঁর মাছের ঘের তলিয়ে যায়। পানিতে ভেসে যায় ঘেরের সব মাছ। 

জসিম উদ্দিন নামে এক মৎস্য চাষী  জানান, পাঁচ বছর আগে তাঁরা দুই ভাই মিলে মাছ চাষ শুরু করে। বেশি লাভের আশায় পাঁচ বছরেও মাছ বিক্রি করেনি। সোমবার রাতের জোয়ারের পানিতে ঘের তলিয়ে যায়। এতে প্রায় ৪লাখ টাকার মাছ চলে যায়। 

 একই কথা জানান উপজেলার শৌলা গ্রামের মন্নান মাতুব্বর (৭২)। পানিতে ভেসে যায় তাঁর দুইটি ঘের। প্রায় ৩লাখ টাকার ক্ষতি দাবি করেন তিনি। 

বিভিন্ন সূত্রের দেওয়া তথ্য মতে, উপজেলায় প্রায় অর্ধশত মৎস্য ঘের ও অসংখ্য পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। এতে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা। 

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাহবুব আলম জানান, যেসকল মৎস্য চাষীরা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে সহায়তা দেওয়া হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.