× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নন্দীগ্রামে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ২

বগুড়া প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২২, ০৭:০৯ এএম

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গতকাল বুধবার বগুড়া-নাটোর মহাসড়কের বাস স্ট্যান্ড এলাকায় নন্দীগ্রাম ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় ২জন নিহত হয়েছেন। ১২ জন আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহত বাসের হেলপারের নাম বাবু মিয়া (২৪) বলে জানায় পুলিশ। এ ছাড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আদমদীঘি উপজেলার সান্তাহার ডালপর্টির আসাদ তালুকদারের ছেলে মো. মাহাবুব তালুকদার (৩৮) নামের এক বাসযাত্রীর মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিয়াম পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস বগুড়া থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বাসটির সামনে দুটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে মোটর সাইকেল দুটিতে বাসের ধাক্কা লাগে। এরপরই বাসও নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটি বাসের ধাক্কায় সামনে গড়িয়ে গিয়ে আরও একটি ট্রাককে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, দুর্ঘটনায় বাস হেলপার ও বাসযাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.