রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তির তারিখ ৮ নভেম্বর ২০২২ পর্যন্ত বাড়ানো হয়েছে।
রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৪ অক্টোবর ২০২২ তারিখে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহিত হয়েছে।
এছাড়াও একই সভায় ১ম বর্ষের অরিয়েন্টেশন সংশ্লিষ্ট বিভাগসমূহে ১ নভেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।