× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সখীপুরে ঋণের দুঃশ্চিন্তায় পল্লী চিকিৎসকের আত্মহত্যা

টাঙ্গাইল প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২২, ০৮:৩৪ এএম

টাঙ্গাইলের সখীপুরে আলী আজম (৪০) নামের এক পল্লী চিকিৎসক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

আজ ২৬ অক্টোবর বুধবার দুপুরে সখিপুর উপজেলার লাঙ্গুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। তিনি লাঙ্গুলিয়া গ্রামের আবুল বেপারীর ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পল্লী চিকিৎসক আলী আজম বিভিন্ন ব্যাংকে ঋণগ্রস্থ ছিলেন । লোনের কিস্তি নিয়ে সাম্প্রতিক সময়ে খুব দুশ্চিন্তায় ছিলেন। বাড়িতে দুপুরের খাবার খেয়ে দোকানে আসেন। কিছুক্ষণ পরেই রশি দিয়ে দোকানের আড়ার সাথে ফাঁসি দেন। 

যাদবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোনায়েম শিকদার বলেন, নিহত আলি আজম অনেক টাকা ঋণগ্রস্ত ছিলেন, আমার ধারণা ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছেন।

পল্লী চিকিৎসক আলী আজমের আত্মহত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে স্থানীয় ইউপি সদস্য জয়েন উদ্দিন বলেন, ধারণা করছি ঋণের চাপেই আত্মহত্যা করেছেন।

সখীপুর থানা অফিসার ইনচার্জ মো.রেজাউল করিম জানান, লাশ থানায় আনা হয়েছে, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.